হবিগঞ্জ:: ৩৫ বছরের একটি পুরনো মসজিদের নাম পরিবর্তন নিয়ে হবিগঞ্জের সদর উপজেলার লুকড়া ইউনিয়নে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১টার দিকে ফান্ডাইল গ্রামের পাঁচপীরের মাজারে ওরস চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আফজাল চৌধুরী (৪০)। তিনি ওই গ্রামের জামাল উদ্দিন চৌধুরীর ছেলে ও ঢাকার বিআরটিএ কার্যালয়ের গাড়ী চালক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি কাটাতে তিনি বাড়ীতে এসেছিলেন।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৮৪ সালে গ্রামবাসীর উদ্যোগে পূর্ব ফান্ডাইল গ্রামে এ মসজিদটি প্রতিষ্ঠা হয়। তখন মসজিদের নাম দেয়া হয় ‘পূর্ব ফান্ডাইল জামে মসজিদ’। এর পর বিভিন্ন সরকারী-বেসরকারী অনুদান ও গ্রামবাসীর সহযোগীতায় মসজিদের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। সম্প্রতি সাইফুল ইসলাম সেফুল নামে এক লন্ডন প্রবাসী মসজিদের নাম বদল করে তাঁর নিজেরে বাবার নামে নাম করণ করার চেষ্টা করেন। এতেই ওই গ্রামের তাউস মিয়া গাউস মিয়া এবং তাদের অনুসারীদের মধ্যে লন্ডন প্রবাসী সেফুলের পরিবারে বিরোধ দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে মামলা মোকদ্দমাও রয়েছে। রোববার থেকে ফান্ডাইল গ্রামের পাঁচপীরের মাজারে ওরস শুরু হয়। ওই বিরোধের জের ধরে সোমবার রাত ১টার দিকে ফান্ডাইল গ্রামের পাঁচপীরের মাজারে ওরস চলাকালে দুই পক্ষ দেশী সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আফজাল নামের একজন নিহত হন। বাকি গুরুত্বর আহতদের স্থানীয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।