Monday, September 25, 2023
Homeবিনোদনপরীকে রাজ বললেন...

পরীকে রাজ বললেন…

ভালোবাসা যে সময়ের গণ্ডি মানে না, তার প্রমাণ দিলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও তরুণ অভিনেতা শরিফুল রাজ। মাত্র ৭ দিনের পরিচয়-সম্পর্ককে তারা বিয়েতে রূপ দিয়েছেন। এখন সেই সম্পর্কের ফলস্বরূপ পৃথিবীতে আসতে চলেছে তাদের সন্তান।

গত ১০ জানুয়ারি সুখবরটি নিশ্চিত করেন পরীমণি ও রাজ দু’জনেই। এখন পরীর গর্ভে বেড়ে উঠছে রাজের সন্তান। তাই প্রিয়তমা স্ত্রীর যত্ন একটু বেশিই নিচ্ছেন। রাজ জানিয়েছেন, মাতৃত্বের জন্য পরী বছর দেড়েকের বিরতি নেবেন।এদিকে সন্তান ধারণের খবর জানানোর পর সোশ্যাল মিডিয়ায় পরীমণিকে নিয়ে আবেগময় পোস্ট দেন রাজ। সেখানে স্ত্রীকে প্রশংসায় ভাসান অভিনেতা। রাজের ভাষ্য, ‘তুমি একজন সাহসী নারী। যে চ্যাম্পিয়নের মতো ব্যথা সহ্য করেছো এবং আমি তোমার এই সাহসের প্রশংসা করি। আমাদের সন্তানকে সুন্দর পৃথিবীতে নিয়ে আসছো, এজন্য তোমাকে ধন্যবাদ প্রিয়তমা স্ত্রী।’

রাজ ও পরীমণি বিয়ে করেছেন গত বছরের ১৭ অক্টোবর। তবে বিয়ের কোনো ছবি এখনো প্রকাশ করেননি তারা। এ বিষয়ে জানতে চাইলে রাজ বলেন, ‘আমাদের বিয়েটা একেবারে ঘরোয়া আয়োজনে হয়েছে। তাই সেসব ছবি প্রকাশ করতে চাচ্ছি না। আমাদের সন্তান পৃথিবীতে আসার পর আমরা বড় অনুষ্ঠান করব। তখন ইচ্ছেমতো ছবি তুলে নেবো।’

ক্যারিয়ারের ব্যস্ততম সময়ে পরীমণি বিয়ে ও সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তাকে ভীষণ সাহসী ও শক্তিশালী নারী হিসেবেই মনে করেন রাজ। স্ত্রী ও অনাগত সন্তানের প্রতি ভালোবাসা প্রকাশ করে এ অভিনেতা ফেসবুকে লেখেন, “যদিও আমার একটি হৃদয়, মনে হচ্ছে সেটা এখন তোমাদের দু’জনের মধ্যে সমানভাবে বিভক্ত। ধন্যবাদ প্রিয় নারী আমাদের জীবনে এমন একটি আরাধ্য শিশু আনার জন্য। আমার জন্য এটা তোমার সেরা উপহার। এজন্য তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আমি সবসময় তোমার পাশে থাকব। একজন বাবা হতে পেরে এবং তোমাকে নিয়ে আমি গর্বিত।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments