Monday, September 25, 2023
Homeলন্ডন সংবাদমূল্যস্ফীতিতে ডুবছে যুক্তরাজ্য

মূল্যস্ফীতিতে ডুবছে যুক্তরাজ্য

মূল্যস্ফীতিতে ডুবছে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাজ্য। দেশটিতে গত ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৩০ বছরে সর্বোচ্চ হয়েছে, যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে অনেক বেশি।

জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ব্যাংক অব ইংল্যান্ডের ওপর চাপ বাড়ছে সুদের হার আবারও বাড়ানোর জন্য। যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর গতকাল জানায়, দেশটিতে নভেম্বরে ভোক্তা মূল্যস্ফীতি ৫.১ শতাংশ থাকলেও ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ৫.৪ শতাংশ, যা ১৯৯২ সালের মার্চের পর থেকে সর্বোচ্চ।

এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের ওপর সুদের হার বাড়ানোর চাপ বাড়ছে বলে জানান বিশ্লেষকরা। জেপি মরগ্যান অ্যাসেট ম্যানেজমেন্টের বৈশ্বিক বাজার বিশ্লেষক অ্যামব্রস ক্রফটন বলেন, ‘মুদ্রানীতি নিয়ে এমনিতেই অস্বস্তিকর অবস্থায় রয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। তার ওপর নতুন এ খবর বর্তমান মুদ্রানীতির জন্য সহায়ক নয়। ফলে চাপ বাড়ছে সুদের হার বাড়ানোর। ’

বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন তৈরি হওয়ায় বেশির ভাগ উন্নত দেশেই ব্যাপক হারে বেড়েছে মূল্যস্ফীতি। বেশি বেড়েছে খাদ্য, হসপিটালিটি ও গৃহস্থালি পণ্যের দাম। সূত্র : রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments