চিত্রনায়িকা পরীমনি। তার অভিনীত ‘মুখোশ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৪ মার্চ। সিনেমা মুক্তি নিয়ে সবসময়ই শিল্পীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন।
তবে পরীমনি ও তার স্বামী মডেল-অভিনেতা শরীফুল রাজের এই মুহূর্তের অপেক্ষাটা সবচেয়ে বেশি আনন্দের এবং ভালোলাগার। তাহলো তাদের প্রথম সন্তানের এই পৃথিবীর আলোর মুখ দেখার মুহূর্তটি।
রাজধানীতে নিজ বাসাতেই স্বামী শরীফুল রাজের ভীষণ কেয়ারের মধ্যেই কাটছে পরীমনি’র সময়। রাজের কেয়ারিং এবং ভালোবাসায় পরীও বেশ আবেগাপ্লুত। পরী জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের শেষপ্রান্তে কিংবা সেপ্টেম্বরের যেকোন দিন পরীর কোলজুড়ে এই পৃথিবীর আলোর মুখ দেখার কথা তার সন্তানের। মাতৃত্বকালীন এই সময়টা যেন তার জীবনের পিছনে ফেলে
আসা সব সময়ের চেয়ে মহামূল্যবাণ।
এ প্রসঙ্গে পরীমনি বলেন,‘সুস্থ আছি, ভালো আছি। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় আছি। শুধু দোয়া করছি আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
পরী জানান, মুক্তি প্রতীক্ষিত ‘মুখোশ’ সিনেমায় তাকে দেখা যাবে একজন ক্রাইম রিপোর্টারের ভূমিকায়।
গত বছরের ১৭ অক্টোবর পরীমণি ও শরীফুল রাজ বিয়ে করেন। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় চলতি বছরের ২২ জানুয়ারি। এদিকে পরীমণি’র পেজ- এ ফলোয়ারের সংখ্যা আছে এক কোটি ৫২ লাখেরও বেশি। প্রতিনিয়ত দেশ বিদেশে তার ফলোয়ারের সংখ্যা বেড়েই চলেছে।
উল্লেখ্য, শরীফুল রাজ ও পরীমণি একসঙ্গে অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমায়। শিগগিরই সিনেমাটি একটি ওটিটি প্লাটফরমে মুক্তি পাবার কথা রয়েছে।