বিশ্বনাথ প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপির কাছে বিশ্বনাথ প্রেসক্লাবের জন্যে ভবন চাইলেন সিলেট জেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। রোববার (৬ মার্চ) বিকালে উপজেলা পরিষদের মাঠে বিশ্বনাথ উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যকালে তিনি এই দাবি জানান।
এরআগে পরিকল্পনামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী, রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন।