Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকইউক্রেন নিয়ে কথা বলার সময় হাসলেন কমলা হ্যারিস

ইউক্রেন নিয়ে কথা বলার সময় হাসলেন কমলা হ্যারিস

ইউক্রেন শরণার্থীদের নিয়ে করা এক প্রশ্নের উত্তর দিতে হাসিতে ফেটে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এহেন আচরণের কারণে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি। পোল্যান্ডের রাজধানী ওয়ারসতে বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলন চলাকালে এক সাংবাদিক কমলা হ্যারিসকে জিজ্ঞাসা করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয় শরণার্থী গ্রহণ করবে কী না। প্রেসিডেন্ট ডুদাকেও এ সময় প্রশ্ন করা হয়, তিনি যুক্তরাষ্ট্রকে আরও শরণার্থীকে গ্রহণ করতে বলবেন কী না? উত্তর দেওয়ার আগে হ্যারিস পোল্যান্ডের প্রেসিডেন্টের দিকে তাকিয়ে দেখেন তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে চান কি না। এর পর সামনের দিকে তাকিয়ে উত্তর দেন ‘বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু’। তবে এই উত্তর দেওয়ার আগে কয়েক সেকেন্ড ধরে হাসেন তিনি। এর পর পোল্যান্ডের প্রেসিডেন্টও জানান, ইউক্রেনীয় শরণার্থীদের নেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করার জন্য হ্যারিসের প্রতি আহ্বান জানাবেন তিনি।

এদিকে, ইউক্রেনের শরণার্থীর মতো একটি মানবিক ইস্যুতে এভাবে হাসির জন্য নেটিজেনরা কমলা হ্যারিসের সমালোচনা করেছেন। টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন, একেবারেই অনুপযুক্ত এবং অগ্রহণযোগ্য। হাসির কি আছে?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments