Thursday, September 28, 2023
Homeবিনোদনফেসবুকে ট্রলড, যা বললেন মেহজাবীন

ফেসবুকে ট্রলড, যা বললেন মেহজাবীন

গত ৮ মার্চ আশফাক নিপুণের ‘সাবরিনা’ ওয়েব সিরিজটির টিজার উন্মোচন অনুষ্ঠানে মেহজাবীন বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের মতো পরিশ্রমী শিল্পী হয়তো পৃথিবীর কোথাও নেই। হলিউডের শিল্পীদেরও আমরা চ্যালেঞ্জ করতে পারি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় তার সেই বক্তব্য। এর পর পরই শুরু হয় মেহজাবীনকে নিয়ে ট্রল, বিদ্রূপ। খোদ বিনোদন অঙ্গনেরই কেউ কেউ বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। অনেকের মতে, হলিউডের প্রসঙ্গ টেনে মেহজাবীন বেশি বলে ফেলেছেন। মিডিয়াতে এসে মেপে মেপে কথা বলতে হবে। নইলে হাসির পাত্রে পরিণত হতে হবে। সিনেপ্রেমীদের প্রশ্ন— হলিউডের ব্যাপ্তি আর কাজ প্রসঙ্গে কতটুকু জ্ঞান রাখেন মেহজাবীন?

এমন সব নেতিবাচক বক্তব্যের মাঝেই এ বিষয়ে ব্যাখ্যা দিলেন মেহজাবীন নিজেই। কেন হলিউড প্রসঙ্গ টানলেন তার ব্যাখ্যায় ‘বড় ছেলে’ নাটকখ্যাত এ তারকা বলেন, ‘আচ্ছা, আমি তো আর বলিনি যে হলিউডের চাইতে আমরা ভালো পারি। এ বিষয়টি নিয়ে আমার কিছু বলার নেই। আমি হয়তো বোঝাতে ব্যর্থ হয়েছি।’ বাংলাদেশের নাটক-সিনেমা এগিয়ে যাচ্ছে দাবি করে মেহজাবীন বলেন, ‘বর্তমানে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তারা নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছেন। আমি আশাবাদী, আমাদের আগামী প্রজন্ম তাদের কাজের মধ্য দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। বর্তমান সময়ে এসে দেশি বিজ্ঞাপন অনেক এগিয়েছে। এখন অনেক মাল্টিন্যাশনাল ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করছেন আমাদের দেশের নির্মাতা, শিল্পীরা। বিজ্ঞাপনে যদি পারি, তা হলে আমরা সিনেমায় পারব না কেন?’

এর প্রমাণ দেন মেহজাবীন, ‘গত বছর বলিউড থেকেও বাংলাদেশের কিছু অভিনেত্রী কাজের প্রস্তাব পেয়েছিলেন। এরই মধ্যে একজন কাজ করেও ফেলেছেন। আমরা কি এগিয়ে যাচ্ছি না?’ সবশেষে অনেকটা অভিমানের সুরে ছোটপর্দার এ নায়িকা বলেন, ‘আমাকে নিয়ে যারা ট্রল করছেন, তাদের উদ্দেশ্যে শুধু বলি— যারা বিষয়টিকে নিজের মতো করে লিখছেন, সমালোচনা করছেন, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, রাগও নেই। শুধু আমার নিজের খারাপ লাগা আছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments