দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ, সভা সমাবেশ ও দলের মিছিলে হামলার প্রতিবাদ এবং অন্তর্বর্তী সরকার গঠনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক ঐক্য।
শুক্রবার (১১ মার্চ) বিকালে রাজধানীর পল্টন মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, মোফাখখারুল ইসলাম নবাব ও কেন্দ্রীয় কমিটির সদস্য কবীর হাসান।
সমাবেশ শেষে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় থেকে নাইটিঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হয়। বিজয় নগর পানির টাংকের সামনে পুলিশ বাধা দিলে মিছিলটি সেখানে অবস্থান নেয়। এসময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। এরপর মিছিলটি পুনরায় পল্টন মোড় হয়ে প্রেসক্লাব, কদম ফোয়ারা হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।