Sunday, November 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশডিভোর্সের পর যুবকের সাথে বাস, নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডিভোর্সের পর যুবকের সাথে বাস, নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর কদমতলী থানার মুরাদপুর এলাকায় সাদিয়া আক্তার ইতি (২৭) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে কদমতলী থানা পুলিশ।

রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জেসমিন আক্তার বলেন, দুপুরে মেহেদী হাসান নামে একজন থানায় এসে জানান সাদিয়া আক্তার নামে এক নারী গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বিকেলে মরদেহ ঢামেক মর্গে পাঠাই। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় মেহেদী হাসানকে আটক করা হয়েছে জানিয়ে এসআই আরও বলেন, কয়েক মাস আগে সাদিয়া আক্তারের সাথে স্বামী নয়নের ছাড়াছাড়ি হয়। এরপর মেহেদী হাসানের সঙ্গে সাদিয়া একই বাসায় থাকতে শুরু করেন। মেহেদী ও সাদিয়ার বিয়ে হয়েছে কি না তা জানা যায়নি। মেহেদীকে জিজ্ঞাসাবাদ চলছে। সাদিয়ার বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments