লন্ডন অফিস:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।গত ২২ মার্চ মঙ্গলবার বাদ মাগরিব পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে সংগঠনের পক্ষ থেকে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মসজিদের প্রধান খতিব মুফতি মাওলানা নজরুল ইসলামের পরিচলনায় অনুষ্টিত মিলাদ ও দোয়া মাহফিলে কমিনিটির বিভিন্ন স্থরের ব্যক্তিবর্গ অংশ নেন।মিলাদ শেষে দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শিক্ষাবিদ আফজাল হোসেন সিদ্দিক মিয়া,সহ-সভাপতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর দৌহিত্র শেহরিন সেলিম রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন।দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ ৭৫’র পনেরো আগষ্ট ঘাতকদের হাতে নিহত তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া জেলহত্যায় নিহত নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী জাতীয় চারনেতা যথাক্রমে সৈয়দ নজরুল ইসলাম,তাজ উদ্দিন আহমদ,ক্যাপ্টেন মনসুর আলী ও মোহম্মদ কারুজ্জামানসহ ৭১’র ত্রিশ লক্ষ শহীদের বিদেহী আত্মার শান্তিসহ দেশ এবং জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়েছে।মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্য উপস্হিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়াদ আহমদ সাদ,সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, ট্রেজারার ইসলাম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিব হোসেন, সাংবাদিক মিসবা মাসুমসহ প্রমুখ।মিলাদ শেষে উপস্থিতিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।