বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের দৌলতপুরে ফখরুল কাপ ফুটবল ম্যাচের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী। শনিবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নে সমাজের উদ্যোগে বাহাড়া-দুবাগ মাঠে যুব ফাইনাল খেলায় জাবের এলিভেন স্টার দশঘর’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী। দৌলতপুর ইউনিয়ন পরিষদের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যা এসএম নুনু মিয়া। প্রধান বক্তার বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, মোহাম্মদ আমির আলী চেয়ারম্যান, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, সদস্য রফিক হাসান, মাসুদ আহমদ, প্রবাসী হাবিবুর রহমান, কয়েছ মিয়া ও আব্দুল বারী।