বিশ্বনাথ প্রতিনিধি::আনুষ্ঠানিকভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ টি-টুয়েন্টি ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় খাজাঞ্চী স্টেশন সংলগ্ন মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সিক্সার্স ৬নং ওয়ার্ড ও রংধনু ক্রিকেট ক্লাব একে অপরের মোকাবেলা করে। খেলায় রংধনু ক্রিকেট ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় সিক্সার্স ৬নং ওয়ার্ড। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বারের সভাপতিত্বে ও খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য জমির মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন খাজাঞ্চী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দকী, সিলেট জেলা জর্জ কোর্টের সিনিয়র আইনজীবি এড. গিয়াস উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শংকর চন্দ্র ধর, বেবী কেয়ার একাডেমীর চিফ ডিরেক্টর মুহিবুর রহমান সুইট।