বিশ্বনাথ প্রতিনিধি::
পবিত্র রমজান মাস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে সালেহ আহমদ ‘সাকিব কল্যাণ ট্রাস্টে’র উদ্যোগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেলিম আহমেদর অর্থায়নে এলাকার দুই শতাধিক অসহায় ও দুস্থদের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুর পুরে ট্রাস্টের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এলাকার বিশিষ্ট মুরব্বী হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান মনরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, সিলেট-২ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, প্রবাসীরা দেশ ও জাতির কল্যাণে দীর্ঘকাল থেকেই গূরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি প্রবাসীরা নিজেদের কষ্ঠার্জিত অর্থ দিয়ে সমাজের অসহায়-দরিদ্র মানুষের কল্যাণ কাজ করে যাচ্ছেন। তাই আমাদের সবারও উচিত প্রবাসীদেরকে তাদের প্রাপ্য সম্মান দেওয়া। ট্রাস্টের উপদেষ্টা মন্ডলীর সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মনরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার ফজলুল হক, আব্দুর রব রাজু, সংগঠক আব্দুল হাই জিহাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজান। এসময় উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেন, আওয়ামী লীগ নেতা শানুর মিয়া, আক্তার হোসেন, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের মেম্বার হবিবুল ইসলাম, আব্দুল মতিন, সময় সিলেটের সম্পাদক আ ন ম এনামুল হক মামুন, ফখরুল ইসলাম, খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি পিয়াজ, ১ কেজি ছানা, ১ কেজি ডাল, আধা কেজি লবন ও ১ লিটার সোয়াবিন তেল।
শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইফপাত আহমদ সানী।