সুনামগঞ্জে দিরাইয়ে বিলের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামের ‘বালি’ বিলে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- ওই গ্রামের রাজকুমার দাসের ছেলে রক্তিম দাস (৭), প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৮) ও দীপক দাসের মেয়ে বিন্দা দাস (৭)।
পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের বালি বিলে খেলতে গিয়ে ওই তিন শিশু নিখোঁজ হয়। এক পর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে বিলের পাড়ে তাদের জুতা পাওয়া যায়। পরে বালি বিলের উত্তর পশ্চিম পাশে পানিতে তলিয়ে থাকা অবস্থায় ওই তিনজনের লাশ উদ্ধার করে স্বজনরা।
দিরাই থানার ওসি মো সাইফুল আলম বলেন, ‘বিকেলে চান্দপুর গ্রামের বিল থেকে তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। লাশ উদ্ধারের পর বিস্তারিত তদন্ত করে জানা যাবে।’