ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আবেদন নামঞ্জুর করেন। এর আগে, আজ দুপুরেই তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় শ্রমিক দল এই কর্মসূচির আয়োজন করেছিল। গ্রেপ্তারের সময় প্রিজনভ্যানে দাঁড়িয়ে কর্মীদের উদ্দেশ্যে বলেন, এসব মামলা দিয়ে, হামলা করে আমাদের আন্দোলন থামানো যাবে। দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে আন্দোলন চলবে। এজন্য কারাগারে যেতে প্রস্তুত আছি।
মতিঝিল থানার ডিউটি অফিসার ও পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, ২০২০ সালের একটি মামলায় ওয়ারেন্ট ছিল ইশরাক হোসেনের নামে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।