Tuesday, November 5, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeসিলেট সংবাদবিশ্বনাথে শতাধিক ছাত্রীদেরকে বাইসাইকেলদিলেন সিনিয়র সচিব

বিশ্বনাথে শতাধিক ছাত্রীদেরকে বাইসাইকেল
দিলেন সিনিয়র সচিব

বিশ্বনাথ প্রতিনিধি:: মুজিব বর্ষ উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মধ্যে ১শত বাইসাইকেল এবং ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করেছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুুনিম। শনিবার সকালে উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে এসকল বাইসাইকেল ও খেলার সামগ্রী বিতরণ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে ও দেওকলস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সেক্রেটারী আজম খানের পরিচালনায় উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ৭০টি ও রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় ১৫টি ও আশুগঞ্জ উচ্চ বিদ্যালয় ১৫টি করে বাইসাইকেল ও উপজেলার ২০টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুুনিম এর পিএস নাইদুজ্জামান, উপজেলা ভূমি সহকারি কর্মকর্তা আসমা জাহান সরকার, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, দেওকলশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমিন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য আব্দুল মতিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments