Monday, December 2, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজবাঁধ ভেঙ্গে ডুবছে সুনামগঞ্জে ছায়ার হাওরের ফসল

বাঁধ ভেঙ্গে ডুবছে সুনামগঞ্জে ছায়ার হাওরের ফসল

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের মাউতি ফসল রক্ষা বাঁধ ভেঙে গেছে। রোববার সকালে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করছে। কৃষকরা জানিয়েছেন, এখনো হাওরে অর্ধেক জমির ধান কাটা বাকি রয়েছে। তবে প্রশাসন বলছে, ৯৫ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোরে পানি উন্নয়ন বোর্ডের পিআইসি নির্মিত বাঁধটিতে ফাটল দেখা দেয়। পরে বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করতে থাকে। বাঁধ ভাঙার এই দৃশ্য দেখে হাজার হাজার কৃষক তাদের অবশিষ্ট জমির ধান কাটতে হাওরে নেমে গেছেন।

শাল্লা উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু জানান, এই হাওরে সবচেয়ে বেশি জমি শাল্লা উপজেলার। কিছু জমি কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন ও কিছু জমি নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার কৃষকদের। ইতোমধ্যে প্রায় অর্ধেক ধান কাটা হয়েছে। বাকি অর্ধেক ধান কাটা বাকি আছে। এই অবস্থায় হাওর তলিয়ে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব বলেন, নদীর পানি অস্বাভাবিক বেড়েছে। এই প্রকল্পটি অন্য প্রকল্পের চেয়ে ঝুঁকিপূর্ণ ছিল না। তারপরও পানির চাপে রোববার সকালে বাঁধ ভেঙে গেছে। এখন হাওরে পানি প্রবেশ করছে। তবে কৃষকরা ইতোমধ্যে প্রায় ৯৫ ভাগ জমির ধান কেটে নিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments