Monday, September 9, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলিডনিউজকমলগঞ্জে নির্মাণাধীন ব্রিজের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী’র মৃত্যু

কমলগঞ্জে নির্মাণাধীন ব্রিজের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী’র মৃত্যু

পরিবারের সাথে ঈদ করা হলো না মেরাজ আহমদ (৩২) নামে এক যুবকের। মৌলভীবাজারের কমলগঞ্জে ব্রীজের নিচে পড়ে প্রাণ গেল মোটর সাইকেল আরোহী মেরাজের। তিনি উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের মৃত জাহির মিয়ার ছেলে।

জানা যায়, গত সোমবার (২ মে) দিবাগত রাত ২টায় মেরাজ আহমদ মৌলভীবাজার শহর থেকে মোটরসাইকেল যোগে কমলগঞ্জের বালিগাঁও গ্রামের বাড়ীতে ফিরছিলেন।

মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কের বাবুর বাজার এলাকায় সড়ক ও জনপথ বিভাগের নির্মানাধীন ব্রীজের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মেরাজ আহমদ। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে লাশ উদ্ধার করেন। মেরাজ ঢাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বলে জানা গেছে।

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণাধীন ব্রীজের কাছে এসে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় মোটরসাইকেলসহ নিচে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তিনি তাঁর ফেসইবুকে ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতি বলে উল্লেখ করেন। কোন ধরনের সাইনবোর্ড না লাগিয়ে ব্রীজের কাজ করার ফলে এই দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানার উপ পরিদের্শক মহাদেব বাচাড় জানান, লাশ ব্রীজের নিচ থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments