Saturday, September 7, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাগোলের ক্লাব রেকর্ড ভাঙল লিভারপুল

গোলের ক্লাব রেকর্ড ভাঙল লিভারপুল

ভিয়ারিয়াল প্রথমার্ধেই দুটি গোল করে লিভারপুলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। কিন্তু ১২ মিনিটের ঝড়ে অলরেডরা ঘুরে দাঁড়ায় এবং চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে জিতে ৫-২ ব্যবধানে শিরোপা নির্ধারণী ম্যাচে লিভারপুল। দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যে তিন গোলে তারা ভেঙেছে রেকর্ড। ক্লাবের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করল ইয়ুর্গেন ক্লপের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে ১৩৯ গোল করেছেন।

প্রিমিয়ার লিগ ফুটবলের ইতিহাসে প্রথম কোয়াড্রুপল জয়ের হাতছানি তাদের সামনে।

এই মৌসুমে লিভারপুলের আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে। চার খেলোয়াড়ের গোল সংখ্যা দুই অঙ্কের ঘরে। মোহাম্মদ সালাহ ৩০ গোল করে শীর্ষে। তারপর আছেন ডিওগো জোতা (২১), সাদিও মানে (২১) ও রবার্তো ফিরমিনো (১১)। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ও এন্ড্রু রবার্টসন অ্যাসিস্টে দুই অঙ্কের ঘরে।

প্রথম ইংলিশ ক্লাব হিসেবে লিভারপুল একই মৌসুমে ইউরোপিয়ান কাপ কিংবা চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ ও লিগ কাপের ফাইনালে। আর কোচ হিসেবে চতুর্থ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ক্লপ, স্যার অ্যালেক্স ফার্গুসন, কার্লো আনচেলত্তি ও মার্সেলো লিপ্পির সঙ্গে যা যৌথ সর্বোচ্চ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments