এবার দেশপ্রেমের জন্য স্নিফিং কুকুর প্যাট্রন ও তার মালিককে পুরস্কার দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসন রুখতে শুরু থেকেই দেশের কাজে নিবেদিত ছিল কুকুরটি, আর সেই কাজের স্বীকৃতি হিসেবে গতকাল রবিবার প্যাট্রন ও তার মালিককে পদক (মেডেল) তুলে দেন জেলেনস্কি।
প্যাট্রনের মালিক মাইহাইলো ইলিয়েভ। তিনি ইউক্রেনের নাগরিক সুরক্ষাসেবার একজন মেজর। রাশিয়ার সেনা অভিযানের শুরু থেকে এ পর্যন্ত দুই শতাধিক বিস্ফোরক শনাক্ত করেছে এই বিখ্যাত কুকুর প্যাট্রন। ফলে অনেক বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।
আর এমন কাজ করেই দেশপ্রেমী কুকুর হিসেবে ইউক্রেন জুড়ে পরিচিতি মিলেছে প্যাট্রনের।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে গতকাল কিয়েভে করা এক সংবাদ সম্মেলন থেকেই জেলেনস্কি প্যাট্রন ও তার মালিকের কাছে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে প্যাট্রন নাকি বেশ খুশি হয়েছে।
এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সেই বীরদের পুরস্কার দিতে চাই, যারা ইতোমধ্যে আমাদের ভূমিকে মাইনমুক্ত করতে কাজ করছেন। আমাদের বীরদের সাথে একত্রে কাজ করে যাচ্ছে একটি ছোট্ট ও চমৎকার যোদ্ধা প্যাট্রন।’