বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে- ডুবে ডুবে জল খাচ্ছেন তিনি। এবার জোর গুঞ্জন চাউর হয়েছে- ‘দাবাং’কন্যা বাগদানও সম্পন্ন করে ফেলেছেন! খবরটির সূত্রপাত সোনাক্ষীর ইনস্টাগ্রামের পোস্ট কেন্দ্র করে। সম্প্রতি অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যায়- কোনো এক পুরুষের হাত জড়িয়ে ধরে আছেন আর সোনাক্ষীর বাঁহাতের অনামিকায় শোভা পাচ্ছে একটি আংটি। অন্য আরেকটি ছবিতে দেখা যায়, বাঁহাত দিয়ে মুখ ঢেকে রেখেছেন শত্রুঘœ তনয়া। আর ওই হাতের অনামিকায় জ্বলজ্বল করছে একটি আংটি; হাতটি ধরে আছেন কেউ।
ধারণা করা হচ্ছে- এটি কোনো পুরুষের হাত। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এসব ছবির ক্যাপশন। কারণ সোনাক্ষী তাতে লিখেছেন- ‘এটি আমার কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। আমার জীবনের অন্যতম স্বপ্নের দিনটি সত্যি হয়ে ধরা দিয়েছে আর আমি তা তোমার সঙ্গে ভাগ না করে পারছি না।’ এর পর থেকে অনেকে মন্তব্য করে শুভেচ্ছা জানাচ্ছেন সোনাক্ষীকে। এ তালিকায় রয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাও।