হঠাৎ পেছনে তাকিয়ে দেখেন এড়িয়ে আসছেন ট্রাফিক সার্জেন্ট। চালক শাহ আলম মনে করলেন তার অটোরিকশা জব্দ করা হবে। দ্রুত পালাতে গিয়ে মোর্শেদ আলম নামে এক পথচারীকে চাপা দেন তিনি। পরে ওই পথচারীর মৃত্যু হয়। শুক্রবার সকাল ৬টার দিকে রাজধানীর চকবাজার আলী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অটোরিকশাটি জব্দ করে চালক শাহ আলমকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাই খোরশেদ আলম জানান, তাদের বাড়ি কুমিল্লা বরুরা উপজেলায়। স্ত্রী তানিয়া ও একমাত্র মেয়েকে নিয়ে আলীঘাট এলাকায় থেকে কাঁচামাল বিক্রি করতেন মোর্শেদ। সকালে তার দুর্ঘটনার খবর শুনে হাসপাতালে গিয়ে লাশ দেখতে পান তারা। চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আলীঘাট মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়ে চা পান করছিলেন মোর্শেদ আলম। এসময় ওই রাস্তা দিয়ে শাহ আলম নামে এক অটোচালক গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
ঠিক তার পিছনে মোটরসাইকেলে চালিয়ে একজন ট্রাফিক সার্জেন্টকে আসতে দেখে। এসময় তাড়াহুড়া করে গাড়ি চালাতে থাকে শাহ আলম। আলীঘাট মোড়ে পথচারী মোর্শেদকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন আহত ব্যক্তিকে ওই চালকের গাড়িতে করেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। পুলিশ জানিয়েছে, শাহ আলমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তার গাড়িটি জব্দ করা হয়েছে।