Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomePhotographyবেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা`র দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ...

বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা`র দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ এবং স্মারক লিপি প্রদান

লন্ডন অফিস:বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন, নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচন ও তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির সহযোগিত সংগঠনের নেতাকর্মীরা।যুক্তরাজ্য বিএনপির আয়োজনে মঙ্গলবার দুপুর ১ টায় এ সমাবেশ অনুষ্টিত হয়।

বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকে শত শত নেতাকর্মী লন্ডনে এসে জড়ো হন।নেতাকর্মী স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পার্লামেন্টের সামনের সমাবেশস্থল।যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সহ-সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী,দপ্তর সম্পাদক সেলিম আহমদ,কেন্দ্রীয় সেচ্চাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য সেচ্চাসেবকদলের সভাপতি নাসির অহমদ শাহীন,যুবনেতা নুরুল ইসলাম,আনছার আলী প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেছেন,মানবিক কারনে হলেও খালেদা জিয়াকে যেন বিদেশে চিকিৎসা নিতে দেয়া হয় এবং বেগম খালেদা জিয়কে মুক্তি দেওয়া হয়।এছাড়াও বিক্ষোভ সমাবেশে তারেক রহমানের উপর থেকে সকল মামলা প্রত্যাহার, দেশে যাওয়ার সুযোগ সৃষ্টি এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।সমাবেশ শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে কয়েক হাজার প্রবাসীর স্বাক্ষর সম্বলিত একটি স্মারক লিপি প্রধান করা হয়।

এতে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করা হয়।বিএনপি নেতারা জানিয়েছেন অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি না দেয়া হলে আরো বড় কমসূচি তারা ঘোষণা করবেন।বিক্ষোভ কালে নেতাকর্মীদের হাতে বেগম খালেদা জিয়া,তারেক জিয়া ও ইলিয়াস আলীর ছবি সংবলিত ফেস্টুন ছিলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments