Tuesday, September 17, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশপঞ্চগড়ে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫০

পঞ্চগড়ে নৌকাডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৫০

পঞ্চগড়ে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নারী-শিশুসহ মোট ৫০ জনের মরদেহ পাওয়া গেল।

নদীর ভাটিতে আত্রাই ও পূণর্ভবা নদীতে মিলছে লাশ। সোমবার ভোর ৬টা থেকেই দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। প্রথমে দেবীগঞ্জের মিস্ত্রীপাড়া থেকে ৩ জন নারী এবং ১ শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপর মাড়েয়া, আউলিয়া ঘাট এবং দিনাজপুরের খানসামা থেকে আরও ৬ জনের মরদেহ উদ্ধার হয়। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে মরদেহ উদ্ধারের সংখ্যা।

প্রসঙ্গত, গতকাল দুপুরে বোদা উপজেলার আউলিয়ার ঘাটের কাছে নৌকাটি ডুবে যায়। বদেশ্বরী মন্দিরে দুর্গাপূজায় অংশ নিতে আউলিয়া ঘাট থেকে মন্দিরের উদ্দেশে রওনা হন মাড়েয়া, পাঁচপীরসহ কয়েকটি এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় নৌকায় অন্য যাত্রীও ছিল। অতিরিক্ত যাত্রীচাপে একপর্যায়ে ডুবে যায় নৌকাটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments