শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের মানবাধিকার ও মৌলিক অধিকার নিশ্চিত করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করেছেন। যার ফলে দেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।
খালিদ মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করতে চাননি; তবে এই সরকার সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করেছে। এছাড়া মুক্তিযোদ্ধাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধীদের বিচারও করেছে আওয়ামী লীগ সরকার।