ভারতের কেরালায় সিনেমার প্রচারে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছেন দুই জনপ্রিয় অভিনেত্রী।
ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হলেও ওই দুই অভিনেত্রীর নাম জানা যায়নি।
তবে জানা গেছে মালয়ালম সিনেমার জগতে তারা বেশ জনপ্রিয়।
জানা যায়, কেরালার কোঝিকোড় জেলার একটি অভিজাত শপিং মলে ছবির প্রচারে গিয়েছিলেন ওই দুই অভিনেত্রী। জনপ্রিয় হওয়ায় তাদের দেখতে অনেক মানুষের ভিড় জমেছিল শপিং মলটিতে। ওই দুই অভিনেত্রীর চারপাশে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। নিরাপত্তার মধ্যে দিয়ে ভিড় ঠেলে মঞ্চে এগিয়ে যাওয়ার সময় যৌন হেনস্তার শিকার হন ওই দুই অভিনেত্রী। তাদের একজন ঘটনাস্থলে প্রতিবাদও জানান।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আরেক অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, সহ-অভিনেত্রীর মতো তিনিও যৌন হেনস্তার শিকার হন সেদিন। কিন্তু ঘটনার আকস্মিকতায় এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে সেই মুহূর্তে কিছু বলে উঠতে পারেননি। এর আগে, কখনো এমন জঘন্য অভিজ্ঞতা হয়নি।
এদিকে ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টি নিয়ে নিন্দা করেন। ইতোমধ্যে সিনেমার প্রযোজক থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানায়, ঘটনার দিন শপিং মলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। পুলিশ নির্যাতিত অভিনেত্রীদের বয়ান রেকর্ড করবে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।