রাজধানীর পল্লবী থেকে ভার্চুয়াল জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে পল্লবীর লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে লাল চান নামের ওই জুয়ারিকে গ্রেফতার করা হয়।
এসময় তার বাসা থেকে ভার্চুয়াল জুয়া কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
ডিবি পল্লবী জোনের উপ-পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে পল্লবীর লালমাটিয়া এলাকায় ভার্চুয়াল জুয়া কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার দেয়া তথ্য অনুযায়ী এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।