কমলাপুরের শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে চলছে বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৭ এএফসি কাপের বাছাই পর্বের খেলা। সেখানে খেলছে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন ও এশিয়ার সিঙ্গাপুর। ম্যাচটি দেখার জন্য প্রবাসী ইয়েমেন ফুটবল প্রেমীদের ছিল উপচে পড়া ভিড়।
দুপুরের পর থেকে স্টেডিয়ামে আসছিল তারা। বেলা বাড়ার সঙ্গে মনে হচ্ছিল কমলাপুর যেনো এক টুকরো ইয়েমেন।
শুক্রবার (৭ অক্টোবর) প্রচন্ড গরম ও কর্মব্যস্ততা উপেক্ষা করে ঢাকার বিভিন্ন বিভিন্ন প্রান্তে থেকে স্টেডিয়ামে উপস্থিত হন উল্লেখযোগ্য সংখ্যক ইয়েমেন বাসী। প্রিয় দলের তরুণ খেলোয়াড়দের দেখার সুযোগ হাতছাড়া করেননি তারা।
শুধু ইয়েমেন নয়, এসেছিলেন আফগানিস্তান, সোমালিয়া এবং নাইজেরিয়ান প্রবাসী শিক্ষার্থীরা।
ইয়েমেন প্রতিকৃতি, লাল-সাদা-কালো পতাকা, নানা রকমের মুখোশ, রকমারি লেখা ব্যানার এবং পতাকা হাতে নিয়ে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হন তারা। এসময় ফেস্টুনে ছেয়ে যায় স্টেডিয়ামের ভিআইপি গ্যালারির পশ্চিম পাশ।
খেলার শুরু থেকেই দেশের তরুণ খেলোয়াড়দের ফুটবলের উৎসাহ যোগাতে দর্শকরা করতালি দিয়ে ‘ইয়া আল্লাহ, ইয়েমেন, ইয়েমেন’ বলে চিৎকার করতে থাকে। বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়াশুনা করেন ইয়েমেনের শিক্ষার্থী ওমান তালহা। তিনি সময়ের আলোকে বলেন, ‘বাংলাদেশে পড়াশোনা করি। শুনলাম ইয়েমেনের খেলা আছে এখানে। দুপুরের পর এখানে এসেছি।
শুধু ইয়েমেন নয়, নাইজেরিয়ান শিক্ষার্থী আবু মুসাও এসেছেন ইয়েমেন বন্ধুর সাথে খেলা দেখতে। সময়ের আলোকে তিনি জানান, ‘আমি ঢাকায় পড়াশোনা করি। আমি নাইজেরিয়ান। তবে আজকের ম্যাচে ইয়েমেনকে সর্মথন দিবো। খেলা দেখতে আসেছি। ভালো লাগছে। ইয়েমেনের তরুণরা ভালো খেলছে। আশা করি তারা জিতবে।’
এদিকে ইয়েমেনি বন্ধুর সঙ্গে এসেছেন আফগানিস্তানের শিক্ষার্থী আলী নাবী। তিনি জানান ,’ ঢাকায় খেলা হচ্ছে। বন্ধু বললো। তাই খেলা দেখতে আসলাম।’
বাংলাপেইজ/এএসএম