Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশপররাষ্ট্রমন্ত্রীর পদের বৈধতার শুনানি সোমবার

পররাষ্ট্রমন্ত্রীর পদের বৈধতার শুনানি সোমবার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করা রিটের ওপর আগামীকাল সোমবার (২১ নভেম্বর) শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (২০ নভেম্বর) বিচারপতি মো.মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সম্বনয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করে আদেশ দেন।

বিতর্কিত বক্তব্যের কারণে শপথ ভঙ্গ এবং সংবিধান লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করা হয় রিটে।

এসময় আদালতের রিটের পক্ষে শুনানি করেন , অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ ও এরশাদ হোসেন রাশেদ।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটার্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটার্নি জেনারেল অরবিন্দ কুমার রায়, সহকারী অ্যটার্নি জেনারেল মোহাম্মাদ আব্বাস উদ্দিন ও সামসুর নাহার লাইজু।

এর আগে, আড়াই মাস আগে গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী এরশাদ হোসেন রাশেদের পক্ষে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান আহাদ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে এ রিটটি করেন। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও মন্ত্রিপরিষদ সচিবসহ দুই জনকে বিবাদী করা হয়।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments