Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশরংপুরপঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

পঞ্চগড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা নিহত

পঞ্চগড়ে বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে পুলিশ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আব্দুর রশিদ আরেফিন (৫১) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ সময় বিএনপি ও পুলিশ সদস্যসহ অন্তত ৭০ জন আহত হয়েছেন।

এছাড়া আটক করা হয়েছে ১৫ জনকে।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষ আজ শনিবার দুপুর আড়াইটায় পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে সংঘর্ষ শুরু হয়ে বিকেল সোয়া ৪টার দিকে শেষ হয়।

নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরেফিনের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের পাথরাজ গ্রামে। তিনি ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক।

জানা গেছে, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গণমিছিল নিয়ে আজ শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। গণমিছিল নিয়ে মহাসড়কে দাঁড়াতেই পুলিশ বাধা দিলে এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এদিকে সংঘর্ষের বিষয়ে পুলিশ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে আজ শনিবার রাতে জেলা পুলিশ সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে একটি সূত্র।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments