বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হল ফেসবুক। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গড় হিসেবে গত ডিসেম্বরে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দুই শ’ কোটিতে ঠেকেছে। বলা হচ্ছে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ।
প্রত্যাশার তুলনায় বেশি হওয়া এই প্রবৃদ্ধি কোম্পানিটি নিয়ে নতুন আশার সঞ্চার করতে সাহায্য করেছে। কারণ সম্প্রতি ব্যয় বৃদ্ধি এবং বিজ্ঞাপন খাত থেকে আয় কমে যাওয়ায় চাপে ছিল ফেসবুকের মূল কোম্পানি মেটা।
ফেসবুকরে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসাবে ঘোষণা করার পর মূল কোম্পানি মেটা-এর শেয়ারের দাম বাজারের মূল বাণিজ্য ঘণ্টা শেষ হয়ে যাওয়ার পরও পরবর্তীতে ১৫ শতাংশের বেশি বেড়েছে।
জাকারবার্গ সম্প্রতি কোম্পানির এক বৈঠকে বলেন, প্রতিষ্ঠান ব্যয় কমানোর দিকে মনোযোগ দিচ্ছে।
‘আমরা এখন একটি ভিন্ন পরিবেশে আছি,’ তিনি ফার্মের মুনাফার দিকে ইঙ্গিত করেন, যা ২০২২ সালে ইতিহাসে প্রথমবারের মতো কমেছে। এর আগে কয়েক বছর ধরে ফার্মটির মুনাফার প্রবৃদ্ধির হার দুই অংকের ঘরেই ছিল। আমরা মনে করি না যে এটি এভাবে চলতে থাকবে, তবে আমি এটাও মনে করি না যে এটি আগে যেমন ছিল সেই অবস্থায় ফিরে যাবে।’
মেটা, যা ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপেরও মালিক এই কোম্পানিটি গত বছর একটি বড় পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল। যার মধ্যে ছিল অফিসের জায়গা কমিয়ে আনা এবং ১১ হাজার চাকরি বা প্রায় ১৩% কর্মী ছাটাই করা ছিল।
বাংলাপেইজ/এএসএম