Saturday, April 1, 2023
Homeবিনোদনগভীর রাতে শাহরুখের বাড়ির প্রাচীর টপকে গ্রেপ্তার দুই তরুণ

গভীর রাতে শাহরুখের বাড়ির প্রাচীর টপকে গ্রেপ্তার দুই তরুণ

শাহরুখ খানকে একনজর দেখার জন্য রাতের আঁধারে তার বাড়ির প্রাচীর টপকে ভেতরে ঢুকে যান দুই তরুণ। এই ঘটনায় তাদেরকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়, শাহরুখ খানের মান্নতের প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে দুই ব্যক্তি। কিন্তু ভেতরে গিয়ে নিরাপত্তকর্মীদের নজরে পড়েন তারা। তাদের বয়স ১৯-২০ বছর।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, অভিনেতা শাহরুখ খানকে দেখার জন্য গুজরাট থেকে এসেছেন। বাড়িতে অনুপ্রবেশ ও অন্যান্য অপরাধের অভিযোগে এই দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এখন তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, বলিউড বাদশা শাহরুখ খানকে একনজর দেখার জন‌্য এ অনেক কাণ্ডই ঘটিয়েছেন তার ভক্তরা। এমনকি ছয় কিশোরী ঘর থেকেও পালিয়েছেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments