জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া রেডসান প্রি ক্যাডেট স্কুল হতে জান্নাতুল মাওয়া ইলমা ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
ইলমা সলিয়াবাপুর ইউনিয়নের শামসুল হক মিয়ার নাতি ও প্রবাসী জাকির হোসেন’র ছোট মেয়ে।
ইলমা তার এ কৃতিত্ব অব্যাহত রাখতে সবার কাছে দোয়া কামনা করেছে।
এদিকে মেয়ের এ সাফল্যে উচ্ছ্বসিত গর্বিত বাবা জাকির হোসেন ও মা রেডসান প্রি ক্যাডেট স্কুলের শিক্ষিকা নূরে জাহান হ্যাপী। তারাও মেয়ের ধারাবাহিক সাফল্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
রেডসান প্রি ক্যাডেট স্কুল থেকে বৃত্তি পরীক্ষায় ৬ জন অংশগ্রহন করে ২ টা ট্যালেন্ট পুল ও ৪ টা সাধারন গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে।