Wednesday, June 7, 2023
Homeআন্তর্জাতিকরমজানে সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

রমজানে সহিংসতা কমাতে সম্মত ইসরায়েল-ফিলিস্তিন

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে, আগ্রাসন-সহিংসতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন।

রবিবার (১৯ মার্চ) মিসরে হওয়া বহুমুখী বৈঠকে আসে এ সিদ্ধান্ত। এর মাধ্যমে, শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করতে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে, এমনটাই দাবি মধ্যস্থতাকারীদের। খবর সিএনএন এর।

এদিকে, সংলাপে গৃহীত বিধিমালা মানতে নারাজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, শান্তির নামে মূলা ঝোলাচ্ছে পশ্চিমারা। বৈঠক রেখে ইসরায়েলি মতাদর্শই চাপাচ্ছে ফিলিস্তিনিদের ওপর।

এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত মাসে তালিকাভুক্ত সন্ত্রাসীদের অভিযান চালিয়ে হত্যা করা হয়েছে। বাকি সন্দেহভাজনরা কারাগারে আটক। আবারও বলছি, যারাই ইহুদিদের ওপর হামলা চালাবে, তারা বিন্দুমাত্র ছাড় পাবে না। প্রয়োজনে রক্তে রঞ্জিত হবে ভূখণ্ড। চরমপন্থিদের গোপন আস্তানা খুঁজে বের করবে সরকার।

প্রসঙ্গত, চলতি বছরই, ইসরায়েলি সেনাবহরের আগ্রাসন এবং দখলদারদের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯০ ফিলিস্তিনি। গত বছর, এই সংখ্যাটি ছিল দুই শতাধিক।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments