ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগরে সামিয়া আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুণ্ডা গ্রামে এই ঘটনা ঘটে।
সামিয়া উপজেলার বংশীকুণ্ডা গ্রামের সাজাহান মিয়ার মেয়ে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যার পর মায়ের সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হয় সামিয়া। পরে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি তার পরিবারের লোকজন। আজ সকালে সামিয়ার মা মততাজ বেগম ঘর থেকে বের হয়ে আবার খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান তাঁদের বসতবাড়ির পাশের আম গাছের ডালে সামিয়ার লাশ ঝুলছে। মমতাজের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ধারণা করা হচ্ছে সামিয়া আত্মহত্যা করেছে। কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।