Wednesday, June 7, 2023
Homeখেলাব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমক দেখানো মরক্কো এবার ২-১ গোলে হারাল পাঁঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে।

শনিবার (২৫ মার্চ) দিনগত রাতে ঘরের মাঠ টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেয় মরক্কো। লাতিন জায়ান্টদের বিপক্ষে এটাই মরক্কোর প্রথম জয়।

ম্যাচের ২৯তম মিনিটেই বাওফলের গোলে এগিয়ে যায় মরক্কো।

যদিও ৬৭তম মিনিটে কাসিমিরোর গোলে সমতা ফিরে ব্রাজিল। এরপর এগিয়ে যেতে দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালায়।

কিন্তু ম্যাচের ৭৯তম মিনিটে আবদেলহামিদ সাবিরির গোলে ২-১ এ এগিয়ে যায় মরক্কো।

শেষ পর্যন্ত ওই লিড নিয়েই ম্যাচ শেষ করে স্বাগতিকরা।

পুরো ম্যাচে বল দখল আর শটের হিসেবে এগিয়ে ছিল ব্রাজিল। দলটি ১৪ শট নিয়ে ৪টি লক্ষ্যে রাখে, যার মধ্যে গোল হয় একটি। অন্যদিকে মরক্কো ১১ শটের ৩টি লক্ষ্যে রাখে, যার দুটিই হয়েছে গোল।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments