Wednesday, June 7, 2023
Homeলিডনিউজরোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়া’র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়া’র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি: রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়া’র উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা শাখার লতিফিয়া ছাত্রাবাসে অবস্থানরত ছাত্রদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ৭ ই রমজান ক্লাব সভাপতি রোটারিয়ান মওদুদ আহমদের সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি রোটারিয়ান নুরুল ইসলাম রুপন এর পরিচালনায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন সিলেট সবুজকুড়ি শিল্পী গোষ্ঠীর ক্বিরাত পরিচালক ক্বারী মাওলানা মারুফ আহমদ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রোটারী ইন্টারন‍্যাশনাল বাংলাদেশের (ডিস্ট্রিক্ট ৩২৮২) এর গভর্নর নমিনী পি পি এ এইচ এম ফয়ছল আহমদ।

প্রধান বক্তার আলোচনা পেশ করেন, হযরত শাহজালাল দারুসছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট এরিয়া ডিরেক্টর (২০২৩-২৪ বছরের) এ কে এম সামছুল হক দিপু, ডেপুটি গভর্নর -রোটারিয়ান নাজমুল ইসলাম খছরু।

জোনাল সেক্রেটারি – রোটারিয়ান হাসান কবির চৌধুরী।

এসিটেন্ট গভর্নর রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল,– রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ার এর এসাইন এসিসটেন্ট গভর্নর পি পি রোটারিয়ান মাহবুব ইকবাল মুন্না।

ইফতার মাহফিলের দু’আ পরিচালনা করেন হাজী নওয়াব আলী জামে মসজিদের ইমাম হাফিজ বেলাল আহমদ।

রোটারী ক্লাব অব সিলেট পাইনিয়ার এর ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মকছুদুর রহমান চৌধুরী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন, আই পি পি রোটারিয়ান আমিরুল ইসলাম, ট্রেজারার রোটারিয়ান সালেহ আহমদ, জয়েন্ট সেক্রেটারি ইলেক্ট রোটারিয়ান শাহ মোঃ তাজুল ইসলাম, ক্লাব ডিরেক্টর রোটারিয়ান এস কে জাবেদ, রোটারিয়ান দ্বিন ইসলাম রানা, রোটারিয়ান আসাদ উদ্দিন, রোটারিয়ান ওলিউর রহমান মাসুম,শাহজালাল ডি ওয়াই কামিল মাদ্রাসার শিক্ষক আরিফুল হক সরকার, মাওলানা মোস্তাক আহমদ, ক্বারী মাওলানা আতাউর রহমান, ক্বারী সালেহ আহমদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments