Wednesday, June 7, 2023
Homeবাংলাদেশবরিশালবানারীপাড়ায় লাশ দেখে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা মাহমুদা

বানারীপাড়ায় লাশ দেখে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা মাহমুদা

জাকির হোসেন, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ভগ্নিপতির লাশ দেখে ফেরার পথে পিকআপ গাড়ির চাপায় মাহমুদা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১০ এপ্রিল সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত রবেদ আলী হাওলাদারের স্ত্রী মাহমুদা বেগম তার মেয়ে পারভীন (৪০) ও বোন শাহনাজকে (৫০) নিয়ে ওই দিন সকালে বানারীপাড়ার বেতাল গ্রামে ভগ্নিপতির লাশ দাফন শেষে বন্দর বাজার থেকে অটোবাইকে সীমান্তবর্তী ঝালকাঠির বড় একসাড়া পাড়া গ্রামে ছোট বোনের (শাহনাজ) বাড়ি যাচ্ছিলেন। সোমবার বেলা সোয়া ১১টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের বোর্ড স্কুল (চৌয়ারীপাড়া) নামক স্থানে পৌঁছলে তাদের অটোবাইকের সঙ্গে বিপরীত দিক বরিশাল থেকে আসা পাইপবাহী পিকআপ গাড়ির ধাক্কা লাগলে মাহমুদা বেগম, তার মেয়ে পারভীন ও বোন শাহনাজ অটোবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ডান দিকে রাস্তায় পড়ে যাওয়া মাহমুদা বেগমের মাথা পিকআপ গাড়ির চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় লোকজন পিকআপ গাড়িটি ও এর চালক রাকিববে আটক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাহমুদা বেগমের লাশ উদ্ধার ও রাকিবকে পিকআপসহ আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ্সএম মাসুদ আলম চৌধুরী জানান,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments