Wednesday, June 7, 2023
Homeলিডনিউজজামালগঞ্জে ছনুয়ার হাওরে ধান কাটা উদ্ধোধন

জামালগঞ্জে ছনুয়ার হাওরে ধান কাটা উদ্ধোধন

হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে জামালগঞ্জ উপজেলার ছনুয়ার হাওরে ধান কাটা উৎসবের উদ্ধোধন করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা ছনুয়ার হাওরে উপজেলা প্রশাসনের আয়োজনে ধান কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ।

ধান কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়ছার আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদার, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার সাচনা বাজার ইউপি প্যানেল চেয়ারম্যান সহ কৃষি অফিসের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা কৃষি অফিস সূত্রে উপজেলায় সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামের ছাদ মিয়া (৬০) নামের এক কৃষকের ১ বিঘা জমিতে বোর ধান কেটে উদ্বোধন করা হয়েছে।

জানা যায়, জামালগঞ্জ উপজেলায় ছোট বড় ৬টি হাওরে ২৪হাজার ৪শত ৭০হেক্টর বোর জমিতে ধান চাষ করা হয়। আবহাওয়া অনুকুলে থাকলে এ বৎসর ১লক্ষ ৫২ হাজার ২৯৪ টন ধান উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মূল্য ৪ শত ২৭ কোটি টাকা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, এবার ধানের ফলন খুব ভাল হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে এপ্রিল, মে মাসের মাঝামাঝি সময়ে বোর জমির ধান কাটা শেষ হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন, কৃষকের ধান গোলায় তুলতে উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। আমি কৃষকদের অনুরোধ জানাই জমিতে ৮০ ভাগ ধান পেকে গেলে কেটে ফেলবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments