Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

রেমিট্যান্স প্রবাহ সচল রাখতে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশে প্রবাসী আয় বেড়েছে। তবে এতে উল্লসিত না হতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ, ঈদের পর তাতে আবার ভাটা পড়তে পারে, এ জন্য রেমিট্যান্স প্রবাহ কীভাবে সচল রাখা যায়, সেটা নিয়ে ভাবতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে এ ব্যাপারে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একনেক বৈঠকে প্রায় ১৩ হাজার ৬৫৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

প্রবাসী আয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন রেমিট্যান্স বেড়েছে রোজা ও ঈদের কারণে। তবে আগামীতে এই ধারা থাকবে না। পরে কোরবানির ঈদের আগে হয়ত আবারও একটু বাড়তে পারে।

এজন্য বর্তমানে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় উল্লসিত না হয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, আইএমইডির সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য এমদাদউল্লাহ মিয়ান এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments