কক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে রওশন আলী (৫৫) নামে এক সাব মাঝি (নেতা) নিহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৩ নং ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত যুবক ১৩ নং ক্যাম্পের মৃত জালাল আহমেদ ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝির দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোহাম্মদ আলী জানান, বিকেল ৪টার দিকে কয়েকজন সন্ত্রাসী ১৩ নম্বর ক্যাম্পে গিয়ে ওই ক্যাম্পের একটি ব্লকের দায়িত্বপ্রাপ্ত রোহিঙ্গা নেতা সাব (মাঝি) রওশন আলীকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ক্যাম্পে অভিযান চলছে।
আইকে