Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeজাতীয়‘ঢাকার ধারণক্ষমতার ছয় গুণ বেশি যানবাহন’

‘ঢাকার ধারণক্ষমতার ছয় গুণ বেশি যানবাহন’

ঢাকায় ধারণক্ষমতার ছয় গুণ বেশি যানবাহন প্রতিদিন চলাচল করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, এতে একদিকে ধুলা ও হর্নের কারণে পরিবেশ দূষণ হচ্ছে অন্যদিকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে।

শুক্রবার (১৯ মে) হাতিরঝিলে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন খন্দকার গোলাম ফারুক। তিনি জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পরিবেশবান্ধব সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, সাইকেলের মাধ্যমে দুটি উপকার হয়। একদিকে পরিবেশ ভালো থাকে, অপর দিকে স্বাস্থ্য ভালো থাকে। সাইকেল চলাচলের জন্য রাস্তায় আলাদা লেনের ব্যবস্থা থাকতে হবে। তাই আমাদের নগর-পরিকল্পনায় এ বিষয়টি অন্তর্ভুক্ত রাখতে হবে।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহসহ ডিএমপি ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সাইকেল র‌্যালির আয়োজন করে ব্র্যাক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments