Thursday, September 28, 2023
Homeবাংলাদেশচট্টগ্রামকক্সবাজারের দুই মাদক কারবারি আটক

কক্সবাজারের দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উখিয়ায় ১০,০০০( দশ হাজার) পিস ইয়াবাসহ ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৫নং পালংখালী ইউনিয়নের বালুখালী-২ সাকিনস্থ এফডিএমএন ক্যাম্প-১১, বক-এ/১ স্পেশাল চেকপোস্ট-১২ এর সামনে ২২/৫/২০২৩ তারিখ সোমবার বেলা ১১:২০ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিঃ) সর্দার ইব্রাহীম হোসেন সোহেল এর নেতৃত্বে এসআই (নিঃ) বিকাশ চন্দ্র সরকার ও সঙ্গীয় ফোর্সসহ জাফর মিয়া (৪০), পিতা-মৃত বাচা মিয়া, মাতা-মৃত জোহরা বেগম, এফসিএন নং-২৩১১৭০, ব্লক-ডি/৩, ক্যাম্প-১৪ (হাকিম পাড়া) বর্তমান সাং-ব্লক-বি/১০, ক্যাম্প-১১, ২। জাহিদ আলম (৩৫), পিতা-রশিদ আহম্মেদ, মাতা-খোরশিদা, এফসিএন নং-১৭৭৪২৪, ব্লক-বি/১০, ক্যাম্প-১১, উভয় সাং-বালুখালী-২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের দখল হতে ১০,০০০ (দশ হাজার) পিস এ্যামফিটামিন জাতীয় ইয়াবা সদৃশ ট্যাবলেটসহ গ্রেফতার করে।

আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পুলিশ পরিদর্শক(নিঃ) সর্দার ইব্রাহীম হোসেন সোহেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments