লন্ডন অফিস: বাংলাদেশ-ভারত মৈত্রী এবং দুই দেশের অভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের হাইকমিশন যৌথভাবে নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
‘রবীন্দ্রনাথ ও প্রকৃতি” শীর্ষক এই মনোমুগ্ধকর ও প্রাণবন্ত অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও রবীন্দ্রসংগীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা, ভারতের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অনিরুদ্ধ কুমার ঘোষাল রবিঠাকুরের প্রকৃতি এবং সামাজিক বিষয়ের গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের বিমোহিত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো সেলিব্রেটি বাংলাদেশী অভিনেত্রী শম্পা রেজার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতার ইংরেজি অনুবাদের অনবদ্য আবৃত্তি এবং ঋতুভিত্তিক রবীন্দ্রসঙ্গীতের সাথে বিশিষ্ট ব্রিটিশ-বাংলাদেশী নৃত্যশিল্পী স্বোয়ামী দাস ও তাঁর সহশিল্পীদের বর্ণাঢ্য নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।