গেল মে মাসের ২০ তারিখ পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান রাজ। এরপর তার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি তিনি।
এরইমধ্যে গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুক থেকে তিশা, তুষি ও সুনেরাহর সঙ্গে তার ছবি-ভিডিও ফাঁস হয়। এই ঘটনার পর পরীমণিকে সন্দেহ করা হয়। যার ফলে তার (পরীমণি) সঙ্গে সংসার করতে রাজি নন এ নায়ক।
মূলত ‘দামাল’ সিনেমা মুক্তির সময় মিমের সঙ্গে রাজের সম্পর্ক জড়িয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পরীমণি। তখন থেকে দাম্পত্য জীবনের অবনতি হয়েছে রাজ-পরীর।
এই কথা স্বীকার করে পরী বলছেন, ‘ছবির মুক্তির সময় থেকেই আমাদের সম্পর্ক স্বাভাবিক যাচ্ছিল না। রাজ আগের মতো নিয়মিত বাসায় থাকত না। বিশ্বাস করেন, কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি সে।’
তাহলে কি বিচ্ছেদের দিকে যাচ্ছে সংসার? এমন প্রশ্নে পরীর উত্তর, ‘ও তো আমাকে ছেড়েই চলে গেছে, বিচ্ছেদ তো হয়েই গেছে। আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরিফুল রাজ আমার জামাই।’
পরী আরও জানান, রাজ নাকি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন তাদের বিয়ে নিয়ে। তাদের বিয়ের কাবিননামাও নাকি ভুল। রাজ একটা ভয়ংকর মানুষ। এসব নানা কারণেই রাজের সঙ্গে সংসার জীবনের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।