Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকওড়িশার ট্রেন দুর্ঘটনা: ‘মূল কারণ’ চিহ্নিত

ওড়িশার ট্রেন দুর্ঘটনা: ‘মূল কারণ’ চিহ্নিত

ওড়িশায় ট্রেন দুর্ঘটনার মূল কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

রোববার (৪ জুন) বালেশ্বরে রেল দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।

এসময় ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-কে তিনি জানান, ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তনের কারণে দুর্ঘটনাটি ঘটে।

তিনি বলেন, রেলওয়ে নিরাপত্তা কমিশনার বিষয়টি তদন্ত করেছেন। ঘটনার কারণ এবং এর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে।

এই মুহূর্তে আমরা পুনরুদ্ধারের দিকে মনোযোগ দিচ্ছি। আগামী বুধবার সকালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত শুক্রবার (২ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ওড়িশার বালেশ্বর জেলার বাহাঙ্গা বাজার এলাকায় তিন ট্রেনের ভয়ংকর দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জন মারা গেছেন। আহতের সংখ্যা এক হাজারেরও বেশি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments