Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআজকের শীর্ষ সংবাদসালাউদ্দিন বললেন, ‘আমি তো খেলে দিতে পারব না’

সালাউদ্দিন বললেন, ‘আমি তো খেলে দিতে পারব না’

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা।

অনুশীলন দেখতে এবং দলকে সাহস যোগাতে গিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। সেখানেই তিনি মনে করিয়ে দিলেন, মাঠে খেলাটা খেলোয়াড়দেরকেই খেলতে হবে, কোচ বা টিম ম্যানেজমেন্টের সেখানে কিছু করার থাকে না।

জামালদের অনুশীলন প্রত্যক্ষ করার পর সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘বাইরে দাঁড়িয়ে সভাপতি হিসেবে আমি যা করতে পারি, তা হলো তাদের অনুপ্রাণিত করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সাহায্য করা। আমি তো গিয়ে খেলে দিতে পারব না! সেটা তাদের করতে হবে। ওরা আমাকে বলুক আমার এটা দরকার, এটা নেই, সেটা আমি এনে দিতে পারব। কিন্তু দিনশেষে তাদেরই খেলতে হবে। ’

‘কোচ তাদের বলবে, তারা খেলবে। আমি যে কথাগুলো তাদের বলব, সেটা হয়তো তাদের মনে থাকবে কিংবা থাকবে না। আর প্লেয়ারদেরই পারফর্ম করতে হবে, না আপনি পারফর্ম করবেন, না আমি। তো এই বিশ্বাসটা তাদের ওপর রাখতে হবে। কারণ আমরা সর্বোচ্চ এটাই করতে পারি। ’

এবারের সাফে প্রথমারের মতো দুই আমন্ত্রিত দল খেলবে- লেবানন এবং কুয়েত। বাংলাদেশের গ্রুপে খেলবে লেবানন। তাই এবারের সাফের মিশন আগের চেয়ে কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবতে নিষেধ করেছেন সালাউদ্দিন।

নিজেদের উপর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার পরামর্শ তার। তিনি বলেন, ‘আমি এখানে এসেছি খেলোয়াড়দের বলতে যে তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট পর ফলাফল হয়। হয় জিতবে নাহয় হারবে, কিন্তু গো টু দ্য গ্রাউন্ড অ্যাজ গুড অ্যাজ দ্যাট। ’

‘আমি শেষ কিছু দিন ধরে লক্ষ্য করেছি, আমাদের দলের মেন্টালিটিটা উইনিং উইনিং নয়। আমি তাদের বলতে চাই, তোমাদের উইনিং টিম আছে। কিন্তু তোমরা যদি আগেই হেরে যাও, তাহলে এটা সমস্যা। এটা অন্যতম মূল বিষয়। ’

তবে খেলোয়াড়দের প্রতি পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন সালাউদ্দিন। লিগের পারফরম্যান্সের পর সকলেই সেরা ফর্মে আছেন বলে মনে করেন তিনি। ফলে সাফে ভালো ফলের প্রত্যাশা করে সালাউদ্দিন বলেন, ‘গোটা মৌসুম লিগ খেলেছে, তারা খুব টপ ফর্মে আছে। আমি মনে করি, যে কন্ডিশন আমি খেলোয়াড়দের দেখছি, আমরা একটা ভালো সাফ চ্যাম্পিয়নশিপ কাটাবো। ’

এবছর খেলোয়ড়দের বেশ ভালো করে পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন বাফুফে সভাপতি। লিগে বেশ কিছু খেলোয়াড় আছেন যারা যেকোনও মুহুর্তে খেলার মোড় ঘুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তাদের ওপর আস্থা রাখতে চান সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আমার বিশ্লেষণ বলছে, তারা এ বছর খুবই ভালো করবে। বেশ কিছু খেলোয়াড় আমি দেখেছি, যাদের পারফর্ম্যান্সে লিগে খেলার মোড় ঘুড়ে গেছে। আগের থেকে এখন দুই-চার জন খেলোয়াড়ের বড় ধরনের উন্নতি দেখেছি। দেয়ার আর ফিউ নিউ প্লেয়ার্স। আপনারা তো শেষ কয়েক ম্যাচ দেখেছেন; আবাহনী-মোহামেডান, বসুন্ধরার। খেলোয়াড় আছে। এখন দরকার তাদের সাপোর্ট করা। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ’

দল নিয়ে সন্তুষ্ট কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এই বিষয়ে কোনও কথা বলবো না। কোচ হলেন হেড অফ দ্য টিম, তিনি সিদ্ধান্ত নেবেন। আমি হস্তক্ষেপ করব না। আমি আলোচনা করতে পারি। কিন্তু সরাসরি হস্তক্ষেপ নয়। ’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments