Tuesday, September 26, 2023
Homeবাংলাদেশক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মেয়র তাপসের নোটিশ

ক্ষতিপূরণ চেয়ে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মেয়র তাপসের নোটিশ

রাজধানীতে গাছ কাটা নিয়ে মানহানিকর কনটেন্ট প্রকাশের অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে পত্রিকাটির নির্বাহী সম্পাদক ও প্রতিবেদক বরাবর এই আইনি নোটিশটি পাঠানো হয়েছে।

বুধবার (৭ জুন) ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে ব্যারিস্টার মেজবাউর রহমান এ আইনি নোটিশ পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৩ মে গাছ কাটা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে জড়িয়ে ভিত্তিহীন ও অপমানজনক রিপোট/আর্টিকেল/খবর প্রকাশ করেছে ডেইলি স্টার। আর এই সংবাদ সাংবাদিকতার নীতিবিরোধী, যা বিদ্যমান আইন পরিপন্থী। প্রকাশিত খবরটি এখনও অনলাইনে রয়েছে, তাই এই নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা সরাতে বলা হয়েছে। একইসাথে ৭ দিনের মধ্যে ১শ’ কোটি টাকা প্রদানের কথা বলা হয়েছে। আর তা করতে ব্যর্থ হলে আদালতে মামলা দায়ের করা হবে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments