এম এম এ রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের ৭০জন কৃষকের মাঝে বিনামুল্যে পাঁচ কেজি করে উবসী বীজ ধান,১০কেজি এমওপি ও ১০কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ জুন) বিকেল তিনটার দিকে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শীতেষ চন্দ্র সরকার। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা উৎপল কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিল্লাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু প্রমুখ।