Tuesday, September 26, 2023
Homeআজকের শীর্ষ সংবাদবিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনালি

বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সোনালি

বলিউড অভিনেত্রী সোনালি সায়গল বিয়ে করলেন। এই অভিনেত্রীর বরের নাম আশিষ সাজনানি। বুধবার (০৭ জুন) দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর গুরদ্বারায় শিখ রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালি অভিনয়ের মানুষ হলেও তার বর পেশায় ব্যবসায়ী। তার রেস্তোরাঁর ব্যবসা আছে। সোনালি-আশিষের বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে।

সেখানে দেখা যায়, সোনালির পরনে মণীষ মালহোত্রার ডিজাইন করা গোলাপী রঙের শাড়ি এবং সিলভার রঙের হীরার গহনা পরেছেন। অন্যদিকে, আশিষের পরনে অফ হোয়াইট শেরওয়ানি। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর ফটো সেশনের জন্য পোজ দিতেও দেখা যায় এই নবদম্পতিকে।

আশিষ-সোনালি দীর্ঘ পাঁচ বছর প্রেম করেছেন। কিন্তু তাদের এ সম্পর্ক গোপন ছিল। কারণ তারা চাননি এ খবরে মিডিয়াতে আসুক। অবশেষে পাঁচ বছরের সম্পর্ক পরিণয় পেল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments